ঢাকা: মেটিকুলাস ডিজাইনে হাদির ওপর হামলা নাকি?

আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে এই হামলার ঘটনা ঘটে।

জানা গিয়েছে, ওসমান হাদি রিকশায় করে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনার পরপরই তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যাওয়া হয়।

বর্তমানে তিনি ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে তাঁর চিকিৎসার বিষয়টি নিবিড়ভাবে তদারকি করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।

মুহাম্মদ ইউনূস বলেন, নির্বাচনি পরিবেশে এমন সহিংস হামলা একেবারেই অগ্রহণযোগ্য। তিনি আহত হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন।

বলেন, ‘নির্বাচনকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে কোনো ধরনের সহিংসতা বরদাশত করা হবে না। জনগণের নিরাপত্তা এবং প্রার্থীদের অবাধ চলাচল নিশ্চিত করা আমাদের দায়িত্ব। দোষীরা যে-ই হোক, আইনের আওতায় আনা হবে।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *