ঢাকা: ২০২৪, ৫ আগস্ট শেখ হাসিনা শাসনের পতনের পর থেকেই বাংলাদেশ ঝুঁকেছে জঙ্গী, শত্রুদেশ পাকিস্তানের দিকে।

বাংলাদেশ ভুলেছে রক্ত দিয়ে দেশ কেনার কথা, আর পাকিস্তান সুযোগ বুঝে গা হেলিয়ে দিয়েছে।

বাংলাদেশ-পাকিস্তান এখন একটা আন্ডারস্টেন্ডিং এ চলে এসেছে, বলেছে শিবিরের এক নেতা।

জঙ্গীদের বরাবর আনাগোনা চলছে বাংলাদেশে।

বাংলাদেশে ইউনুস সরকারের আমলে ক্রমেই ঢাকা-ইসলামাবাদ সখ্যতা জোরালো হচ্ছে।

ষড়যন্ত্র অনেক হয়েছে, আরো হচ্ছে।

বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি হয় গত বছর, তাতে পাকিস্তানের ভূমিকা ছিল।

শুধু তাই নয়, এই মুহূর্তে বাংলাদেশে জামাত-ই-ইসলামি সর্বেসর্বা হয়ে উঠছে।

ইউনূস প্রধান উপদেষ্টা হলেও, তাঁর হয়ে জামাতই ছড়ি ঘোরাচ্ছে।

এই পরিস্থিতিতে এবার ইসলামাবাদে বাংলাদেশের বায়ুসেনা চিফের সফর বেশ তাৎপর্য বহন করছে। সেখানে পাকিস্তানের বায়ুসেনা চিফের সঙ্গে বাংলাদেশের বায়ুসেনা চিফের কী নিয়ে আলোচনা হয়েছে? তা নিয়ে মুখ খুলেছে পাকিস্তানের আইএসপিআর।

পাকিস্তানের আইএসপিআর-এর তথ্যমতে, বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে ইসলামাবাদে পাকিস্তান বিমানবাহিনীর (পিএএফ) সদর দপ্তর পরিদর্শন করেন।

সেখানে তিনি পাকিস্তানের বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবর সিধুর সঙ্গে একান্ত বৈঠক করেছেন।

উল্লেখযোগ্য যে, ১৯৭১ সালের পর এই প্রথম বাংলাদেশের কোনও বায়ুসেনা চিফ পাকিস্তানের মাটিতে পা রাখলেন সরকারি সফরের মাধ্যমে।

পাকিস্তানের আইএসপিআর মঙ্গলবার জানিয়েছে, বাংলাদেশের এয়ারফোর্সের চিফ মার্শাল হাসান মেহমুদ খান, পাকিস্তানের বায়ুসেনার চিফ, জাহির আহমেদ সিধুর মধ্যে এক আলোচনা হয়েছে।

জানা গিয়েছে, বাংলাদেশ, পাকিস্তানের থেকে জেএফ-১৭ যুদ্ধবিমান কিনতে চায়। সেই বিষয়ে দুই দেশের আলোচনা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *