ঢাকা: মেট্রোরেল চলাচলের সময় কম্পনরোধে ব্যবহৃত স্প্রিং (বিয়ারিং প্যাড) ছিটকে পড়ে এক পথচারী মারা গিয়েছেন।
রবিবার (২৬ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশনসংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫-৪০ বছর হবে।
শুধু এখন নয়, এর আগেও গত বছরের সেপ্টেম্বরে একই এলাকায় বিয়ারিং প্যাড খুলে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছিল।
তা ঘটনা যদি ঘটেই থাকে, তাহলে কেন এই কাজে এত গাফিলতি? সেই প্রশ্ন জনগণের।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুর প্রায় ১২টা ১৫ নাগাদ বড় আকৃতির স্প্রিংটি হঠাৎ ছিটকে পড়ে ওই ব্যক্তির মাথায় লাগে। মারাত্মক আঘাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। স্প্রিংটির ওজন প্রায় ৪০ থেকে ৫০ কেজি হবে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
দেশে প্রতিটা কাজে গাফিলতি, আর তার ফল ভুগছে জনগণ। গাফিলতি সারায় না, তার বদলে ক্ষতিপূরণ দিয়ে মুখ বন্ধ করে এই সরকার।
নিহত ব্যক্তির পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার কথা জানিয়েছেন সড়ক ও রেল উপদেষ্টা ফাওজুল কবির খান।
এবং নিহতের পরিবারের একজনকে মেট্রোরেলে চাকরি দেয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
