সিরাজগঞ্জ: এইতো বলেছিলেন না ইউনূস সাংবাদিকরা নিজেদের কাজ স্বাধীনভাবে করতে পারবেন, তাঁদের আর কোনো সমস্যা নেই। এইতো তাঁর নমুনা!

৫ আগস্ট থেকে তো কম সাংবাদিক হেনস্থার শিকার হলেন না! মারাও গেছেন অনেকেই।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, আবার গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় অস্ত্রধারী দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিনকে।

এছাড়াও চাঁদা আদায়ের ভিডিও ধারণ করতে গিয়েও হামলার শিকার হয়েছেন অনেক সাংবাদিক।

এইরকম বহু ঘটনা।

এবার সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং এনটিভি ও আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম ইন্নার বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে শহরের দিয়ার ধানগড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

সাংবাদিক শরিফুল ইসলাম ইন্না জানান, রাত ৯টা ৫ মিনিটের দিকে তিন যুবক বাড়ির পাশের রাস্তায় মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিল। এদের মধ্যে একজন মোটরসাইকেলে বসে ছিল।

অপর দুজন দুটি পেট্রোল বোমায় আগুন ধরিয়ে আমাদের বাড়িতে নিক্ষেপ করে। এরপর মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় রাস্তার মোড়ে আরও একটি বাড়ির সামনে দুটো পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায় তারা।

তবে এই ঘটনায় একজনকেও গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *