ঢাকা: ইউনূসের আমলে শিক্ষকদের সম্মান ধুলোয় মিশেছে। যখন তখন ইচ্ছে হলেই তাঁদের ওপর চলছে আক্রমণ, পুলিশের লাঠিচার্জ।

বেতন গ্রেড উন্নয়নসহ তিন দফা দাবিতে আন্দোলনে নামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর পুলিশ লাঠিচার্জ করেছে।

সাথে কাঁদানে গ্যাস, জলকামান ও সাউন্ড গ্রেনেডও ব্যবহার করা হয়। এতে অন্তত ১১০ জন শিক্ষক আহত হয়েছেন।

ইউনূসের জামাতি পুলিশের এহেন আক্রমণের প্রতিবাদে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

শনিবার রাত ১২টার পর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে তারা মোমবাতি জ্বালিয়ে হামলার তীব্র নিন্দা জানান।

এছাড়াও ‘আটকদের মুক্তি’ এবং আহতদের সুচিকিৎসার দাবি জানিয়েছেন তাঁরা।

পুলিশের হামলায় দেড় শতাধিক শিক্ষক আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ ও পিজি হাসপাতালে আছেন।

এদিকে, তিন দফা দাবি বাস্তবায়ন ও পুলিশের হামলার প্রতিবাদে রবিবার (৯ নভেম্বর) থেকে সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে।

একইসঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সহকারী শিক্ষকরা।

শনিবার সন্ধ্যা ৬টায় গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেন প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি শামসুদ্দিন মাসুদ।

তিনি বলেন, ‘দশম গ্রেডসহ তিন দফা দাবি বাস্তবায়ন ও পুলিশের হামলার প্রতিবাদে আগামীকাল (রবিবার) থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানের পাশাপাশি সারাদেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি চলবে।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *