নোয়াখালী: সুবর্ণচর এক্সপ্রেস শীঘ্রই চালু করতে হবে। ঢাকা-নোয়াখালী রুটে বরাদ্দকৃত নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’ (subornachar express ) দ্রুত চালুর দাবিতে এক ঘণ্টা রেলপথ অবরোধ করে স্থানীয় জনগণ।

এদিন, রবিবার বাংলাদেশে সময় সকাল ৬টা থেকে মাইজদী কোর্ট রেলস্টেশনে ‘নোয়াখালীর সর্বস্তরের জনগণ’- ব্যানারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন মানুষ অংশগ্রহণ করেন । সবার অংশগ্রহণে এই কর্মসূচি পালন হয়। তবে ট্রেন চালুর বিষয়ে কোনো আশ্বাস না পেলে আন্দোলন আরো কঠোর হবে বলে জানিয়ে দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার যুগ্ম-আহবায়ক আবু সুফিয়ান।

এই অবরোধ কর্মসূচিতে অংশ নেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার যুগ্ম-আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, “‍আমরা বহুদিন ধরে এই ট্রেনের অপেক্ষায় আছি। অথচ অজানা কারণে ট্রেন চালু হচ্ছে না। তাই বাধ্য হয়েই আমরা শান্তিপূর্ণ আন্দোলনে নেমেছি। ৪৮ ঘণ্টার মধ্যে কোনো আশ্বাস না পেলে আমাদের আন্দোলন আরও কঠোর হবে।”

অবরোধ চলার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলা আহ্বায়ক মো. আরিফুল ইসলাম বলেছেন, “২০২৩ সালে নোয়াখালী-ঢাকা রুটে subornachar express নামে একটি নতুন আন্তঃনগর ট্রেন বরাদ্দ দেওয়া হলেও অদৃশ্য কারণে এখনও তা চালু হয়নি। এ বিষয়ে আমরা সরকারের বিভিন্ন দপ্তরে বার বার যোগাযোগ করেছি। কিন্তু তারা আমাদের আশ্বাস দিয়েও বাস্তবায়ন করেননি। যার কারণে এই রুটের যাত্রীরা প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন।”

জনগণ সোশ্যাল মিডিয়া ফেসবুকে এই আন্দোলনের সমর্থনে লিখছেন, ‘নোয়াখালীর বিপ্লবীদের ও সাংবাদিকদের,আশা করি এই দাবিতে আমরা সফল হবো নোয়াখালীর স্বার্থে….’।

একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আকুল আবেদন বৃহৎ স্বার্থে এই রোড এই নতুন ট্রেনটি চালু করার জন্য বিশেষ অনুরোধ করছি !

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *