ঢাকা: বিশাল পাথর খণ্ডের আঘাতে হত্যা, দিনেদুপুরে জনসমক্ষে মানুষ খুন, পুড়িয়ে মানুষ মারা, মানুষকে বেঁধে রেখে চতুর্দিকে আগুন ধরিয়ে দেয়া, শিশু ধর্ষণ, মন্দির ভাঙা, সংঘবদ্ধ (মব) সন্ত্রাস করা, চাঁদাবাজি- এক বছরে এইসব ছাড়া আর কী দেখেছে বাংলাদেশ?

প্রতিদিন অসংখ্য ছিনতাই নগরবাসীর জীবনকে অতিষ্ঠ করে দিচ্ছে। সাধারণ জনগণের জীবনের প্রতি বিরক্তি প্রকাশ পাচ্ছে।

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা গার্ডেন সিটি, চন্দ্রিমা মডেল টাউন, ঢাকা উদ্যান ও আশপাশের এলাকায় ছিনতাই চলছেই প্রতিদিন ।

পুলিশের সামনেই ছিনতাই করে নিয়ে যাচ্ছে, প্রশাসন কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে।

সামুরাই, চাপাতি হাতে দিনেদুপুরে ছিনিয়ে নিচ্ছে সর্বস্ব। সম্প্রতি ছিনতাইয়ের শিকার হন পাঠাও ও সিঙ্গার শোরুমের দুই কর্মী।

লোকজন সন্ধ্যার পর বাড়ি থেকে বেরোতেই ভয় পায়।

ভিডিওটি ভাইরাল হয়ে গেছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল ৪টা ৯ মিনিটে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় কুরিয়ার ডেলিভারি দিয়ে বের হতেই পাঠাওকর্মীর হঠাৎ গতিরোধ করে ব্যাটারিচালিত অটোরিকশার তিন আরোহী।

সামুরাই ও চাপাতি ধরে ছিনিয়ে নেয় মোবাইল ফোন ও কুরিয়ারের কালেকশনের ৪১ হাজার টাকা।

সিঙ্গার শোরুমের কর্মীর সাথেও একই ঘটনা।

তবে চোখ অন্ধ করে বসে আছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার মো. ইবনে মিজান।

তিনি দিনেরাতে ঘটে যাওয়া ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলে উড়িয়ে দিয়েছেন। তাঁর চোখে অবস্থা এখন স্থিতিশীল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *