নওগাঁ: নওগাঁ শীতে জবুথবু হয়ে পড়েছে।
রীতিমতো কাঁপন ধরেছে শীতে। বুধবার (৭ জানুয়ারি) জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয় বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার জানিয়েছে, এটি চলতি মৌসুমের এখন অবধি সর্বনিম্ন তাপমাত্রা।
জনগণের অবস্থা বিপর্যস্ত শীতে। শীত অনেকের জন্য আরামদায়ক হলেও অনেকের জন্য নয়। যারা খেটে খাওয়া মানুষ তাঁদের জন্য খুব সমস্যা এই শীতকাল।
মঙ্গলবার গভীর রাত থেকেই পুরো জেলা ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে যায়। এর সঙ্গে উত্তর দিক থেকে বয়ে আসা কনকনে হিমেল হাওয়ায় তীব্র শীত গায়ে লাগছে।
দেখা যাচ্ছে, রাত বাড়ার সঙ্গে সঙ্গে শীতের প্রকোপ তীব্রভাবে বাড়ছে।
বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান জানান, বুধবার সকাল সাড়ে ৭টায় জেলায় ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত তিন দিন আগেও জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস।
