ঢাকা: ২০২৬ আইপিএল নিলাম অনুষ্ঠান আগামী ১৬ ডিসেম্বর আয়োজন করা হবে।
আবু ধাবির এতিহাদ অ্যারেনায় বিশ্বের সবথেকে বড় ক্রিকেট লিগের নিলাম অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে।
প্রসঙ্গত, আসন্ন এই মিনি নিলামের জন্য ১৩৫৫ জন খেলোয়াড় নিবন্ধন করেছিলেন। সেখান থেকে বাছাই করে ৩৫০ ক্রিকেটারকে নিলামের জন্য চূড়ান্ত করেছে আইপিএল কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) আইপিএলের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়েছে।
মিনি নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ৭ বাংলাদেশি ক্রিকেটার। তাঁরা হলেন মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান ও শরীফুল ইসলাম।
প্রাথমিক তালিকায় থাকলেও নিলামের চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন সাকিব আল হাসান।
৩৫০ ক্রিকেটারকে নিয়ে আয়োজন করা হবে IPL নিলাম
বিদেশি ক্রিকেটার: আরব গুল, মাইলস হেমন্ড, ড্যান লেটগন, কুইন্টন ডি কক, কোনর এজথেরহুইজন, বায়েন্দা মাজোলা, ট্রেভিন ম্যাথিউ, বিনুরা ফার্নান্ডো, কুশল পেরেরা, দুনিথ ওয়েলালাগে, আকিম অগস্তে।
ভারতীয় ক্রিকেটার: সাদেক হুসেন, বিষ্ণু সোলাঙ্কি, সাবির খান, ব্রিজেশ শর্মা, কণিষ্ক চৌহান, অ্যারন জর্জ, জিক্কু ব্রাইট, শ্রীহরি নায়ার, মাধব বাজাজ, শ্রীবৎস আচার্য, যশরাজ পুঞ্জা, সাহিল পারখ, রোশন বাঘসরে, যশ ডিচোলকর, আয়াজ খান, ধুরমিল মটকর, নমন পুষ্পক, পরীক্ষিত বলসাঙ্গকর, পূরব আগরওয়াল, ঋষভ চৌহান, সাগর সোলাঙ্কি, ইজাজ সাবরিয়া এবং আমন শেখাওয়াত।
