ঢাকা: অশ্লীল গালিবাজ ভারত-বিরোধী হাদিকে নাকি ভারতের বিদ্রোহী কবি কাজী নজরুলের ইসলামের কবরের পাশে কবর দেওয়া হবে? এভাবে কাজী নজরুল ইসলামকে অসম্মানিত না করলেই কি নয়? প্রশ্ন তসলিমা নাসরিনের!
ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই শায়িত হতে চলেছেন ইনকিলাব মঞ্চের অন্যতম মুখপাত্র ও প্রধান মুখ শরীফ ওসমান হাদি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের কাছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ দাফন করা হবে বলে নিশ্চিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
কেন গো? জাতীয় কবি কাজি নজরুল ইসলামের সমমনা ওসমান হাদি? একজন কট্টরপন্থী সম্প্রীতির কবির পাশে শায়িত হবেন?
‘হিন্দু না মুসলিম, ওই জিজ্ঞাসে কোন জন?’ এ হেন প্রশ্ন তোলা কাজী নজরুল ইসলামের সমাধির পাশে কবর দেওয়ার বিষয়টি কী মিলছে?
ওসমান হাদি একজন কট্টরপন্থী, মৌলবাদী, ভারতবিদ্বেষী। শুধু তাই নয় এরা হিন্দু বিদ্বেষী! কাজি নজরুল কী তাই ছিলেন?
এই ঘটনায় তো সরাসরি নজরুল ইসলামকে অপমান করা হলো!
যার অনুসারীরা জঙ্গী তাণ্ডব চালাচ্ছে দেশে, দুই সংবাদমাধ্যম, ভারতীয় দূতাবাস, সাংস্কৃতিক সংগঠন ছায়ানট, উদীচী, আওয়ামি লিগের অফিসে হামলা, হিন্দু যুবককে পুড়িয়ে হত্যা করা হয়েছে।
যারা রবীন্দ্রনাথের ছবিতে আগুন দেয়, তাদের নেতা কি কাজী নজরুল ইসলামের মতো ধর্মনিরপেক্ষ উদার কবির পাশে দাফনের যোগ্য?
কী বিষয় অন্তর্বর্তী সরকারের?
ঢাকায় মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি প্রোগ্রামে ওসমান হাদি গালি দিয়ে বলেছিলেন গোপালগঞ্জবাসীদের **** চিইড়া ফেলতে হবে *** পোলাদের। মব উস্কে দিলেন একদম ওপেনে।
যে ব্যক্তির মুখের ভাষা লজ্জা পায় মানুষ!
জঙ্গি ইউনূস ও জামাতি গং শত চেষ্টা করেও, নির্বাচন বানচাল করতে না পেরে, ওসমান হাদিকে ‘বলির পাঁঠা’ বানালো! এর প্রমাণ হলো, স্বরাষ্ট্র অপদেষ্টার ৫০ লক্ষ টাকার পুরস্কার ঘোষণার বিষয়টি!
কারণ ইউনূসের ‘আলাভোলা’ স্বরাষ্ট্র উপদেষ্টা ভালো করেই জানেন, ৫০ কোটি টাকা ঘোষণা করলেও, কেউ হাদির খুনিকে ধরিয়ে দিতে পারবেনা! কারণ হাদির খুনিকে মবিনুচ ও সাদা শকুন গং নিজেরাই লুকিয়ে রেখেছে, অথবা বিদেশ পাঠিয়ে দিয়েছে!
