ঢাকা: দিনে দুপুরে খুন করে ফেলছে! সারা দেশ ভরে গেছে অস্ত্রে।
এবার রাজধানীর আদালত পাড়ার কাছে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের ফটকে দিনে দুপুরে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে।
ভয়াবহ এই হত্যাকাণ্ডটি ঘটেছে সোমবার বেলা ১১টার দিকে। নিহতের নাম তারিক সাইদ মামুন।
গুলিবিদ্ধ অবস্থায় দ্রুত তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
যাকে হত্যা করা হয়েছে তিনি একজন সাধারণ মানুষ । কোনো রাজনীতির সাথে জড়িত নন।
তারিক সাঈদ মামুনের খালাতো ভাই হাফিজ বলেন, “আমার ভাই একজন সাধারণ মানুষ। কী কারণে তাঁকে কে হত্যা করলো আমি জানি না। সে কোনো রাজনীতির সাথে জড়িত না”।
আচমকা ঘটে যাওয়া এই ঘটনায় মানুষ হতভম্ব।
ঘটনা যেখানে ঘটেছে সেখানের সিসিটিভি ভিডিওতে দেখা যায়, ফুলহাতা টিশার্ট পরা এক ব্যক্তি হঠাৎ দৌঁড়ে এসে ন্যাশনাল মেডিকেল কলেজের ফটকের সামনে দিয়ে প্রবেশ করেন এবং মাস্কে মুখ ঢাকা এবং ক্যাপ পরা দুই যুবক পেছন পেছন এসে পিস্তল দিয়ে গুলি করে অনায়াসে চলে যায়।
ঐ ব্যক্তির শরীরে চারটি গুলি পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
