চট্টগ্রাম: এই বাংলাদেশ ভরে গিয়েছে চোর, ডাকাত, মব, খুনে। একের পর এক ঘটনা ঘটেই চলেছে।
চট্টগ্রামের মিরসরাইয়ে গরু চুরির ঘটনা ঘটেছে। এখানে আগেও এমন ঘটনা ঘটেছে।
এক দুটো নয়, ছয় ছয়টি গরু চুরি হয়ে গেছে।
শুক্রবার (২৮ নভেম্বর) গভীর রাতে উপজেলার করেরহাট ইউনিয়নের ছত্ত্বরুয়া এলাকায় ৬টি গরু চুরি হয়েছে। ১০ দিনের ব্যবধানে ১৪টি গরু চুরির ঘটনায় প্রান্তিক খামারিরা মাথায় হাত দিয়েছেন, তাঁরা গরু কীভাবে রক্ষা করবেন!
এর আগে ১৮ নভেম্বর জোড়ারগঞ্জ ইউনিয়নের গোপিনাথপুর এলাকা থেকে একসাথে ৮টি গরু চুরি হয়েছিলো।
ভুক্তভোগী মুসলিম উদ্দিন বলেছেন, ‘আমরা তিন ভাইয়ের ৫টি গরু একসাথে ছিল। রাত ১টার দিকে গোয়াল ঘরে গরু ছিল। সকালে ঘুম থেকে উঠে দেখি গোয়ালঘরে গরু নেই। আমাদের ৫টি ও পাশের মোস্তফার ১টি গরু চুরি হয়েছে। চুরি হওয়া গরুর মূল্য প্রায় ৮ লাখ টাকা।’
তবে গরু চুরি হলেও চোর ধরতে অপারগ পুলিশ।
