ঢাকা: মার্কিন এনজিএসও সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংকের লাইসেন্স অনুমোদন করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

সোমবার, ২৮ এপ্রিল তারিখে নোবেলজয়ী ইউনূস স্টারলিংকের লাইসেন্স অনুমোদন করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় জানানো হয়েছে এই বিষয়টি।

উক্ত বার্তায় এই বিষয়ে বলা হয়েছে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃক গত ২৫ মার্চ Non-Geostationary Orbit (NGSO) Satellite Services Operator In Bangladesh শীর্ষক লাইসেন্সিং গাইডলাইন জারি করে।

ঐ গাইডলাইনের আওতায় Starlink Services Bangladesh Non-Geostationary Orbit (NGSO) Satellite Services Operator License প্রাপ্তির জন্য প্রযোজ্য ফি এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ বিটিআরসি বরাবর আবেদন করেছে।

এবং প্রতিষ্ঠানটির অনুকূলে আবেদনকৃত লাইসেন্স ইস্যুর জন্য গত ২১ এপ্রিল অনুষ্ঠিত ২৯৪তম কমিশন সভায় নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

উল্লেখ করা জরুরি যে, শ্রীলঙ্কার পর দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশে বৈশ্বিক এই স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান যাত্রা শুরু করে দিলো।

এই Starlink হচ্ছে স্পেসএক্সের একটি স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট পরিষেবা।স্টারলিংক বিশ্বব্যাপী উচ্চগতির ইন্টারনেট সুবিধা প্রদান করে, বিশেষ করে যে সমস্ত অঞ্চলে প্রচলিত ব্রডব্যান্ড অথবা মোবাইল নেটওয়ার্কের সুবিধা কম বা বলা চলে নেই।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *