ঢাকা: জুলাই একটা স্ক্যাম। এবং জুলাই সমন্বয়ক ও যোদ্ধাগুলো এক একটা বিশাল স্ক্যামার।
যিনি এতদিন বৈষম্যহীন বাংলাদেশ করার কথা বলে আসছেন, সংস্কারের কথা বলে গলা ফাটিয়েছেন-ফুটেজ খেয়েছেন তিনি আবার গোপনে ৫০ কোটি টাকা চাঁদাবাজি করছেন!
ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এবার সেই আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার (২৪ ডিসেম্বর) মধ্যরাতে গাজীপুরের টঙ্গীর নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আর দেড় বছর ধরে তো যাকে তাকে ধরে জুলাই মামলা দেয়া হচ্ছে। আরেক আছে যাত্রাবাড়ি! ভুয়া মামলা দিয়ে চলছেই গ্রেপ্তারি। সেই ভয় দেখিয়ে, ব্লেক মেইল করে চাঁদাবাজি তো কম হলো না।
জানা গেছে, সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীর কাছে জুলাই আন্দোলনের মামলার ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নেয় এক সংঘবদ্ধ প্রতারক চক্র। এই চক্রের মূল নেতৃত্বে ছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত ভাইরাল জুলাইযোদ্ধা তাহরিমা।
পুলিশের তদন্তে উঠে এসেছে এই চক্রটি ইতিমধ্যে প্রায় ৫০ কোটি টাকা ব্ল্যাকমেইলিং ও চাঁদাবাজির মাধ্যমে বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে হাতিয়ে নিয়েছে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় ঘটে যাওয়া হত্যা মামলায় নাম জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্যবসায়ীর কাছ থেকে কয়েক ধাপে টাকা আদায় করা হয়।
মামলার আসামি বানানো, পুলিশি হয়রানি, গ্রেপ্তারের ভয় এবং শেষে ‘মীমাংসা’ করে দেওয়ার নাম করে চক্রটি প্রচুর অঙ্কের টাকা দাবি করে।
আর এই প্রতারণার মূলহোতা তাহরিমা জান্নাত সুরভী। তিনি গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী।
ভালো লেখাপড়া শিখুন আর না শিখুন অর্থ আদায় কীভাবে করতে হয় সেই শিক্ষা ভালোই পেয়েছেন।
