ঢাকা: অভিনেতা তাহসানের টিকলো না দ্বিতীয় বিয়েও! বিয়ে ভাঙছে অভিনেতা তাহসান রহমান খান-রোজা আহমেদের।
রোজা পেশায় রূপসজ্জাশিল্পী। এত কম সময় তথা এক বছরের মাথায় যে দ্বিতীয় বিয়েও ভেঙে যাবে, তা অবশ্য ভাবা যায়নি।
তাহসানের প্রথম স্ত্রী অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। বিয়ের ১১ বছর পরে বিচ্ছেদ হয় তাঁদের। তাহসান-মিথিলার সংসারে একমাত্র কন্যা আরিয়া তহরীম খান ছিলো।
তবে সন্তান থাকলেও তাঁদের ডিভোর্স হয়। মিথিলাও দ্বিতীয় বিয়ে করেছেন ভারতীয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে।
সংবাদ মাধ্যমে বিবাহ বিচ্ছেদ নিয়ে তাহসান বলেছেন, “ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি কখনও। কিন্তু বিবাহবার্ষিকী নিয়ে কিছু ভুয়ো খবর ছড়িয়েছে। আমার চোখে পড়েছে সে খবর। তাই জানাচ্ছি, আমরা এখন একসঙ্গে থাকছি না।”
তাহসান কয়েকমাস আগে সমালোচনার কেন্দ্রে এসেছিলেন।
তাহসান খান আর কখনো গান করবেন না বলে ঘোষণা দিয়েছিলেন। তবে তার যুক্তি ছিলো অদ্ভুত।
বলেন, মেয়ে বড় হচ্ছে, তার কথা ভেবে মঞ্চে দাঁড়িয়ে আর লাফালাফি করা যায় না।
এরপরেই এ সংগীতশিল্পীকে লক্ষ্য করে প্রশ্ন করেন তসলিমা নাসরিন।
সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাসে তিনি লিখেছেন— দাড়ি রেখে বুঝি স্টেজে গান গাওয়া নিষেধ? মেয়ে বড় হলে বুঝি গান গাওয়া নিষেধ?
নির্বাসিত লেখিকা বলেন, লাফালাফি করতে ইচ্ছে না হলে লাফালাফি না করেও গান গাওয়া যায়। আমি তো জানি— একমাত্র গান গাইতে না পারলেই স্টেজে গান গাওয়া উচিত নয়। তাহসান তো এখনো গান গাইতে পারেন। তাহসানের দাড়ি কি ইসলামি দাড়ি? ইসলামি দাড়ি হলে না হয় বুঝতাম— ইসলাম ব্যবসায়ীদের ফতোয়া মেনে গান ছেড়ে দিচ্ছেন তিনি।
