ঢাকা: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গিয়েছে তাঁর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়েছে।
অসুস্থ দেশনেত্রীকে দেখতে দলের সর্বস্তরের নেতাকর্মীসহ সাধারণ মানুষজন ভীড় করছেন।
এদিকে , বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এবং দেশনেত্রীর পরিবারের পক্ষ থেকে দলের নেতাকর্মী, সমর্থকসহ শুভাকাঙ্খীদের এভারকেয়ার হাসপাতালে ভিড় না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।
তবে যার যত দরদ থাকুক, সন্তানের কোনো দরদ নেই মায়ের প্রতি। তারেক রহমানের কথা বলা হচ্ছে, যিনি মনে মনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার আশা পোষণ করে রেখেছেন।
এই ঘটনার তীব্র সমালোচনা করেন লেখক তসলিমা নাসরিন:
তাঁর ভেরিফাইড ফেসবুকে লিখেছেন –
“তারেক জিয়া দেশে ফেরেন না, সম্ভবত ভয় পান, কেউ আবার তাঁর দিকে গ্রেনেড ছোড়ে যদি!
তাঁর মা সম্ভবত মৃত্যুশয্যায়। মা’কে কি তিনি ভালবাসেন? নাকি মাকে তিনি চিরকালই ব্যবহার করেছেন নিজের স্বার্থে! বাবাকে তো ব্যবহার করছেনই।
ব্যবহার করলে মায়া দয়া অনেকটাই উবে যায়! তাছাড়া পলিটিশিয়ানদের কোনও আত্মীয় থাকে না। বাবা ছেলেকে বা ছেলে বাবাকে খুন করতে পারে ক্ষমতার জন্য”।
তসলিমা আরো লেখেন:
“দীর্ঘকাল বিলাসবহুল জীবন যাপন করছেন লণ্ডনে। ওই আরাম আয়েশের জীবন বাদ দিয়ে বাংলাদেশের মতো জিহাদি অধ্যুষিত দেশের দায়িত্ব নিতে দ্বিধা হচ্ছে হয়তো!
জিহাদিদের উস্কে দিয়ে ২৪ ঘটিয়েছেন। এখন জিহাদিদের ওপর অতটা আস্থা রাখতে পারছেন না!
আসল কথা হলো, পলিটিক্যাল ডাইনেস্টির অবসান হওয়া দরকার। বাবা- মায়ের উচ্ছনে যাওয়া পুত্রধনকে দিয়ে কিচ্ছু হবে না। দলের মধ্যে যাঁরা সৎ এবং সাহসী, নিষ্ঠ এবং নীতিবান, তাঁরাই নেতৃত্ব গ্রহণ করুন”।
