ঢাকা: দীর্ঘ ১৭ বছর পর, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগেই, বাংলাদেশ ফিরছেন তারেক রহমান।

হিংসা জর্জরিত, অগ্নিগর্ভ বাংলাদেশে তারেক রহমানের ফেরা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ও বড় তাৎপর্যপূর্ণ হতে চলেছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ছাড়া তারেক রহমানের জন্য দলের বিএনপির পক্ষ থেকেও নিরাপত্তা নেওয়া হবে।

এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ৩০০ ফিটের সভামঞ্চ এলাকায় সাজ সাজ রব।

সেখানে চলছে গণসংবর্ধনা মঞ্চের প্রস্তুতি। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, তারেক রহমানকে ‘ভেরি ইম্পর্টেন্ট পারসন’ (ভিআইপি) ঘোষণা করে এসএসএফ-এর (স্পেশাল সিকিউরিটি ফোর্স) পূর্ণ নিরাপত্তা সুবিধা দেওয়া হবে।

আজ বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশের উদ্দেশে রওনা হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

লন্ডনের স্থানীয় সময় বুধবার সন্ধ্যা সোয়া ৬টায় (বাংলাদেশ সময় রাত সোয়া ১২টা) হিথ্রো বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি।

তাঁর সঙ্গে দেশে ফিরছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানের অবতরণ করার কথা রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *