ঢাকা: প্রতিমাসে তাঁর আসার খবর হয় কিন্তু তিনি আসেন না। বরং ধাপ্পা করেন। আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে।
এবার বলা হচ্ছে, আগামী ২৫ ডিসেম্বর ব্রিটেন থেকে বাংলাদেশে ফিরবেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার রাতে সাংবাদিক বৈঠক ডেকে বিএনপি চেয়ারপার্সন খালেদার গুলশানের কার্যালয়ে এই ঘোষণা করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির।
ফখরুল বলেন, ‘‘আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর ঢাকার মাটিতে এসে পৌঁছোবেন। দলের পক্ষ থেকে তাঁকে স্বাগত জানানোর প্রস্তুতি চলছে।’’
তবে মা খালেদা জিয়ার তীব্র সংকটকালে তিনি না এসে এই সময় আসছেন এটা খুব ষড়যন্ত্র বলেই সন্দেহ করা হচ্ছে।
উল্লেখযোগ্য যে, মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের জমানায় ২১ অগস্ট গ্রেনেড হামলা, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি, আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি-সহ অধিকাংশ গুরুত্বপূর্ণ মামলা থেকে তারেককে অব্যাহতি দেওয়া হয়েছে।
দুর্নীতি, চাঁদাবাজি, ঘুষ কেলেঙ্কারি, অর্থ আত্মসাৎ ও কর ফাঁকি অনেক মামলার আসামি হওয়া সত্ত্বেও তিনি মুক্তি পেয়েছেন।
