মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ শহরের পিটিআই ইনস্টিটিউশনের পরীক্ষণ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পুরো ক্যাম্পাসে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সেই উৎকৃষ্ট শিক্ষককে কারাগারে পাঠিয়েছে আদালত।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানিয়েছেন, শিক্ষার্থীর বাবার করা মামলায় রোববার ওই শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ধর্ষণচেষ্টার ঘটনাটি ঘটে গত ২০ নভেম্বর। এই ঘটনার কথা শিশুটি বাড়িতে গিয়ে জানালে তার পরিবার সেই বিকেলেই বিদ্যালয়ে অভিযোগ দেয়।
এমন জঘন্য ঘটনায় সব শিক্ষককে নিয়ে বিদ্যালয়ে জরুরি সভা হয়। তবে এই খবরটি আগেই এলাকায় ছড়িয়ে পড়ে।
ক্ষুব্ধ স্থানীয়রা বিদ্যালয় ঘেরাও করে অভিযুক্ত শিক্ষককে মারধর করে।
খবর পেয়ে অবশেষে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রোমান মিয়াকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যায়।
যে শিক্ষক এই জঘন্য কাজটি করেছেন তাঁর নাম রোমান মিয়া (৩৫)।
