ঢাকা: শিক্ষকদের আন্দোলন চলছে। কিন্তু সরকারের কোনো নড়াচড়া নেই। তবে আজকের মার্চ টু যমুনা কার্যক্রম স্থগিত করা হয়েছে।

২০ শতাংশ বাড়ি ভাড়াসহ তিন দফা দাবি আদায়ে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি স্থগিত করেছেন আন্দোলনরত শিক্ষকরা।

এর বদলে আগামী ২৪ ঘণ্টা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানের পর আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন তাঁরা।

‎‎বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় শহীদ মিনারে এই ঘোষণা করেন শিক্ষক নেতারা।

তবে শিক্ষকদের এই আন্দোলন টর্নেডোর রূপ নিচ্ছে।

আন্দোলনরত শিক্ষকরা বলছেন, যতক্ষণ না দাবি পূরণ হয়, ততক্ষণ বাংলাদেশের সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চলবে লাগাতার কর্মবিরতি!

‘এ লড়াই অধিকার বনাম অবহেলার, এ লড়াই মর্যাদা বনাম অন্যায়ের। এবার শিক্ষক সমাজের কণ্ঠ থামবে না’!

তাঁরা আরো বলছেন, “আমরা আলো জ্বালাই, এবার অন্ধকার ভাঙবো!”

আজকের আলোচনায় শিক্ষক নের্তৃবৃন্দ বারবার বিনীত অনুরোধ করার পরেও শিক্ষা উপদেষ্টা দাবী না মানায় ২০% বাড়ি ভাড়া ১৫০০/- টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার দাবীতে আন্দোলন চলবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন চলমান আন্দোলনের নের্তৃবৃন্দ।

দাবী পূরণের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসের কাছে আবেদন জানিয়ে মার্চ টু যমুনা পরবর্তীতে করা হবে বলে ঘোষণা করা হয়।

এবং শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।

লক্ষ লক্ষ শিক্ষক কর্মচারীর স্লোগান একটাই- ” হয়তো দাবী মেনে নে- নইলে বুকে বুলেট দে”।

উল্লেখযোগ্য যে, আজ বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে মার্চ টু যমুনা কর্মসূচি পালনের কথা ছিল শিক্ষকদের।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *