ঢাকা: এবার আন্দোলন শুরু করেছেন ইবতেদায়ি মাদরাসা শিক্ষকরা। এরকম আন্দোলন হতেই থাকবে দেশে এখন। নির্বাচন যত এগিয়ে আসবে আন্দোলন, বিক্ষোভ বাড়বে। অবশেষে ঘোষণা হবে, নির্বাচনের পরিস্থিতি নেই!

জাতীয়করণের ঘোষণা বাস্তবায়নের দাবিতে রাজধানীর পল্টন–প্রেসক্লাব সড়কে অবস্থান নিয়েছেন শিক্ষকরা। এতে ফের মারাত্মক সমস্যায় পড়ে জনগণ। ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

তাঁরা বিক্ষোভ মিছিল বের করে প্রতিবাদ সাব্যস্ত করেন।

আজ, বুধবার (২২ অক্টোবর) দুপুর ১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিল শুরু করেন ইবতেদায়ি মাদরাসার শিক্ষকেরা।

তবে তাঁরা পুলিশের বাধার মুখে পড়েন। অবশেষে সড়কেই বসে পড়েন।

আন্দোলনকারী একজন শিক্ষক গণমাধ্যমকে জানান, ৪১ বছর ধরে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা জাতীয়করণের দাবিতে আন্দোলন করে আসছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো মাদরাসা জাতীয়করণ করা হয়নি।

তিনি বলেন, আড়াই মাস ধরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমাদের ফাইল পড়ে আছে। কিন্তু বাস্তবায়ন হচ্ছে না।

বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী মোখলেছুর রহমান বলেন, আমলাতান্ত্রিক জটিলতা ও প্রতিহিংসার কারণে আবার আমাদের সড়কে আসতে হয়েছে। বিভিন্ন অজুহাত দিয়ে জাতীয়করণের কাজটা ঝুলিয়ে রাখা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *