ঢাকা: ইউনূস তথা অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা হাতের মুঠোয় নিয়েছে। দেশের জনগণের অবস্থা কাহিল। কখন কার মৃত্যু হয়, মানুষ ঘরের বাইরে পা বাড়াতে ভয় পায়।

যত জঙ্গী, সন্ত্রাসবাদী আছে, জামাত শিবির- তাদের নামে থাকা মামলাগুলো প্রত্যাহার করা হয়েছে।

২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত নানা নাশকতা, হামলা, অগ্নিসংযোগ, বোমাবাজি ইত্যাদি বিভিন্ন ঘটনায় বিএনপি-জামাতের নেতাকর্মীদের নামে সারাদেশে মামলা দায়ের করা হয়েছিল।

কিন্তু এই সরকার ইউনুস বিএনপি-জামাত ও চিহ্নিত জঙ্গিদের বিরুদ্ধে করা সকল মামলা প্রত্যাহার করে গত ১৫ বছরে করা দেশবিরোধী সকল নাশকতা থেকে তাদেরকে দায়মুক্তি দিয়েছে।

এবং যেটা লক্ষনীয় সেটা হলো শুধুমাত্র ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত মামলাগুলোকেই খারিজ করা হয়েছে।

৫ আগস্টের পর থেকে আজ পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে যত ভুয়া মামলা হয়েছে তার একটিও বাতিল করা হয়নি।

এবং বলা চলে প্রতিদিন আওয়ামী লীগ নেতাকর্মীদের এখনো হেনস্থা করা হচ্ছে, কারাগারে নিক্ষেপ করা হচ্ছে।

সম্প্রতি দৈনিক যুগান্তর এক প্রতিবেদনে বলেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) ২০২৪ সালের জুলাই জঙ্গি হামলার ১৯২ টি মামলার তদন্ত করতে গিয়ে দেখেছে ৫৬% মামলার কোন প্রমাণই নেই।

ঘটনার সময় দেশে ছিলেন না, জীবনে কোনদিন ঢাকায় আসেননি এমন ব্যক্তিদেরকে ঢাকার ঘটনার মামলায় আসামী করা হয়েছে।

চিন্তা করা যায় এগুলো? দেশে কী ঘটছে?

বর্তমান সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, সংবিধান সংস্কারের দায়িত্বপ্রাপ্ত মার্কিন নাগরিক আলী রিয়াজরা এককালে গায়েবি মামলার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তারা আসামিদের অধিকারের কথা বলতেন, সুষ্ঠু বিচারের কথা বলতেন।

তাদের আমলে গায়েবি মামলা সকল রেকর্ড, হিংস্রতার মাত্রা সবকিছুকেই ছাড়িয়ে যাচ্ছে। কারণ তারা শুধু মামলা দিয়েই ক্ষান্ত হচ্ছেন না। তারা মবও পাঠাচ্ছেন বাড়িতে যাতে পরিবারগুলোও আতংকে বাড়ি ছেড়ে পালায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *