ঢাকা: শীত বাড়ছে। হঠাৎ করেই দেশে জেঁকে বসেছে শীত। দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় বইছে চলতি মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ।

যশোর, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নীলফামারী জেলার ওপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ।

এই শৈত্যপ্রবাহ আজ শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, চলতি মৌসুমে এটিই দেশের প্রথম শৈত্যপ্রবাহ।

শীতের তীব্রতা আরো বাড়বে বলেই অনুমান করা হচ্ছে।

পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে সারা দেশে তাপমাত্রা আরও কমতে পারে, শীতের তীব্রতা বাড়ার পাশাপাশি ঘন কুয়াশা দেখা দিতে পারে।

ঢাকায় শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে প্রায় ১৩ ডিগ্রি সেলসিয়াসে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে, যা হলো এই মৌসুমের সর্বনিম্ন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *