রাজশাহী: শীতে কাঁপছে দেশ। কাহিল অবস্থা জনগণের।

আজ রাজশাহী একদম শীতে কাবু।
রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

রাজশাহী আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সোমবারের চাইতে আজ একদিনে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে গেছে।

আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোর ৬টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, রাজশাহীতে রেকর্ড হওয়া ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই শীতে সবচেয়ে কম।

আবহাওয়া অফিস জানায়, সোমবার অর্থাৎ (৫ জানুয়ারি) রাজশাহীতে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে শৈত্যপ্রবাহও চলমান রয়েছে। ১০ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে—রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, রাঙামাটি, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *