ঢাকা: প্রতিবাদ চলছেই। ন্যায্য দাবি আদায় না করে তাঁরা ছাড়বেন না, জানিয়ে দিয়েছেন।
মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়াসহ তিন দফা দাবিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা টানা পঞ্চম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
আজ দাবি আদায় না হলে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করবেন আন্দোলনকারীরা। এরই অংশ হিসেবে লং মার্চের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন শিক্ষকরা।
একজন শিক্ষক বলছেন, আমাদের একটাই স্লোগান: ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবেই!
তাঁরা আরো বলছেন, ষড়যন্ত্রকারীরা সক্রিয়—তারা চায় শিক্ষকদের একতাকে ভাঙতে, দাবিকে দুর্বল করতে।
‘আমরা জানি, আমলারা নতুন কৌশলে ঠকানোর পরিকল্পনা করছে—তারা দায়সারা কিছু দিতে চায়, কিন্তু আমরা চাই ন্যায়ভিত্তিক সমাধান’।
শহীদ মিনারে সকল প্রতিবাদকারী জড়ো হয়েছেন।
তাঁরা স্লোগান দিচ্ছেন, ‘২০ শতাংশ বাড়ি ভাড়া, দিতে হবে দিতে হবে’, ‘বাংলার শিক্ষক, এক হও এক হও’, ‘শিক্ষকদের সঙ্গে প্রহসন, মানি না মানি না’ প্রভৃতি।
দাবি আদায় না হলে পূর্বঘোষণা অনুযায়ী আজ দুপুরে তারা প্রধান উপদেষ্টার বাসভবনমুখী ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করবেন।
