ঢাকা: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া ফেরত এক যাত্রীর কাছ থেকে প্রায় দুই কোটি টাকা মূল্যের স্বর্ণ জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। ব্যক্তির নাম মো. সুমন বলে জানা গিয়েছে।
সোমবার ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ কর্মকর্তা বরুণ দাস জানিয়েছেন, গোপন খবরের ভিত্তিতেই ওই যাত্রীকে আটক করা হয় এবং তার লাগেজে তল্লাশি চালিয়ে এই সোনা জব্দ করা হয়েছে।
জানা যাচ্ছে, মো. সুমন নামের ওই ব্যক্তির বাড়ি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ভাটনিখোলা গ্রামে।
কাস্টমস কর্মকর্তা বরুণ দাস জানান, সুমনের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।সোনা জব্দের ঘটনায় সুমনের বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রসঙ্গত, সুমনের লাগেজে তল্লাশি চালিয়ে ১ কেজি ১৯০ গ্রাম স্বর্ণপিণ্ড, ৯৬ গ্রাম স্বর্ণালংকারসহ মোট ১ কেজি ২৮৬ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এগুলোর বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা।