গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরের বোর্ড মিল এলাকায় একটি প্লাস্টিক তৈরির কারখানায় মেশিন অতিরিক্ত গরম হয়ে আচমকা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় আগুনে দগ্ধ হয়েছেন দুইজন শ্রমিক।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকাল সাড়ে পাঁচটার দিকে ‘মদিনা পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ কারখানায় এই দুর্ঘটনাটি ঘটে।
যারা দগ্ধ হয়েছেন তাঁরা হলেন, উপজেলার মাটিকাটা এলাকার মো. বাবুল হোসেন (১৮), পূর্ব চান্দরা এলাকার মো. রবিউল ইসলাম (২৩)।
হঠাৎ করেই বিস্ফোরণটি ঘটে যায়। কারখানায় প্লাস্টিকের পানির ট্যাংক তৈরি কাজ করছিলেন শ্রমিকরা।
কিন্তু মেশিন অতিরিক্ত গরম হয়ে যায়। ফলে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। আগুনে দুই শ্রমিক দগ্ধ হন।
শ্রমিকদের দ্রুত উদ্ধার করে সফিপুর এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষ করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
