ঢাকা: অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করবে? দেড় বছরে দেশটাকে খুবলে খেয়ে ফেলেছে। উন্নয়নের সিঁড়িতে পা ফেলা বাংলাদেশকে ধ্বংসের জন্য দায়ী এই জঙ্গী উপদেষ্টারা।

অন্তর্বর্তী সরকার দেশের কোন কাজটা ভালো করেছে? একে একে দৃষ্টান্ত রেখে দিয়েছে।

দীর্ঘদিন ধরে দেশের লাভজনক বন্দরগুলো কোন কারণ ছাড়াই গোপনীয় চুক্তি করে বিদেশিদের হস্তান্তরের বন্দোবস্ত করেছে ইউনূস সরকার।

বন্দর দিলে দেশের মানুষের জীবিকা নষ্ট হওয়ার পাশাপাশি এ পদক্ষেপ দেশের সার্বোভৌমত্ব রক্ষায়ও হুমকিস্বরূপ। কিন্তু কিছুতেই মানবে না স্বৈরাচার-ফ্যাসিস্ট মহাজন।

আরো এরকম হাজার উদাহরণ আছে দেশ ধ্বংসের।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান যা বলেছেন তা আকাশ থেকে পড়ার মতো।

তিনি বলেন, আমাদের সরকার আর দুই-আড়াই মাস আছে। এই সময়ের মধ্যেই একটা বড়–ভালো দৃষ্টান্ত রেখে যাবে।

সোমবার (২৪ নভেম্বর) সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ই-পারিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি অদ্ভুত কথাগুলো বলেন।

রিজওয়ানা বলেন, ই-পারিবারিক আদালতের মাধ্যমে কাগজবিহীন একটি বিচারব্যবস্থার দিকে আমরা এগোলাম।

দেশে প্রতিদিন আগুন লাগার খবর আসছে। বড় বড় জায়গাগুলোতে দানব আগুন ধরিয়ে দেয়া হচ্ছে।

বন্দর হস্তান্তর তো সবচেয়ে ক্ষতি করে দিলো। ইউনূসের এত আগ্রহ দেখে স্বাভাবিকভাবেই জনতার মনে প্রশ্ন উঠছে, কিসের স্বার্থে বিদেশ থেকে উড়ে আসা পাকিস্তান পন্থী দখলদার ও অবৈধ সরকারের এত তোড়জোড়?

বন্দর হস্তান্তরের গোপনীয় চুক্তিতে এমন কি আছে যা খোলাসা করতে চাচ্ছে না স্বৈরাচারী ইউনূস গং? আর জনগণের শত বাধা সত্ত্বেও কোন এখতিয়ারে ইউনূস এ বন্দরগুলো বিদেশিদের হাতে তুলে দেবার দৃষ্টতা দেখায়?

এই প্রশ্নগুলো তো আমাদের নয়, জনগণের।

কোনো সদুত্তর আছে উপদেষ্টাদের?

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *