ঢাকা: গণভোট নিয়ে ইউনূস আগেই আত্মবিশ্বাসী কথা বলে ফেলেছেন। তবে সিইসি বলছে ভিন্ন কথা।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজনের বিষয়ে প্রধান উপদেষ্টার ঘোষণা এলেও এ সংক্রান্ত আইনের (অধ্যাদেশ) অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
গণভোট আইন হওয়ার পর এ নিয়ে কাজ শুরু করবো।
আজ, বুধবার বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের চতুর্থ দিনের সমাপনী বক্তব্যে সিইসি বলেন।
সিইসি বলেন, গণভোট নিয়ে আইন (অধ্যাদেশ) হওয়ার পর করণীয় বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখযোগ্য যে, বিএনপিসহ ছয়টি দলের সঙ্গে সংলাপ করে ইসি।
সিইসি আরো বলেন, গণভোটের কথা এসেছে। রেফারেন্ডামটা-কীভাবে ভোট করবো। আগে আইনটা তো হতে হবে। রেফারেন্ডামের একটা ল’- ওখানে বলা আছে, ঘোষণার মধ্যে, অর্ডারের মধ্যে একটা আইন হবে রেফারেন্ডাম যেটা ইলেকশন কমিশনকে অথরাইজড করবে। প্রেসক্রাইব করে দেবে-কি বিষয়ে গণভোট হবে, কিভাবে হবে ইত্যাদি।p
