ঢাকা: শীত নামছে ধীরগতিতে। কারো কারো ভীষণ পছন্দের দিন। ভোরের কুয়াশায় মনোরমভাবে হাঁটাচলা করার আনন্দই আলাদা।

দেখা যাচ্ছে, বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে জেঁকে বসছে শীত। আজ পঞ্চগড়ে সকালে হিমেল হাওয়া এবং উচ্চ আর্দ্রতার জন্য পুরো জেলায় ভালোই শীত বোঝা যাচ্ছে।

আজ, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস।

শীতের তীব্রতা খুব অনুভব হচ্ছে সকাল সকাল।

এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ। ভোর থেকে প্রবল ঠান্ডা বাতাস বইতে থাকলেও পরে সকাল গড়াতে আকাশে মিলেছে হালকা রোদের দেখা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় বলেন, ধীরে ধীরে শীত নামছে। ডিসেম্বরের শুরুতেই শীত আরও তীব্র হতে পারে।

এদিকে শীতের মাঝেও সকাল থেকে জীবিকার টানে কাজ করতেই হচ্ছে নিম্নআয়ের শ্রমজীবী মানুষ।

আর শীতের মধ্যে বিভিন্ন পাড়া- মহল্লায় দেখা গেছে জমে উঠেছে মৌসুমী শীতবাজার।

পাশাপাশি শীত বাড়ায় শিশু ও বয়স্কদের মধ্যে ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাবও বাড়ছে। বিশেষ করে নিউমোনিয়া, হাঁপানি, সর্দি-কাশির রোগী বাড়ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *