ঢাকা: যে বয়োবৃদ্ধ নারীকে শত শত মানুষের সামনে আঘাত করা হলো।মারের ভিডিও ভাইরাল করা হলো। সে নারীটিকেই উদ্ভট মামলা দিয়ে জেলে পাঠানো হলো!

অথচ একজন নারী আরেকজন নারীকে এত এত পুরুষের সামনে পেটালেন! এই দেশটার আইনশৃঙ্খলা সব কিনে ফেলেছে ইউনূস গং।

কারো সাথে পেরে না উঠলে এক তো জুলাই আছেই। জুলাই আন্দোলনে হত্যাচেষ্টার মামলা দিয়ে দাও ঢুকিয়ে! এই তো চলছে হাজারে হাজারে।

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে মারধরের শিকার হওয়া সালমা ইসলামকে (৪০) জুলাই আন্দোলনের সময়ের এক হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর এই আদেশ দেন।

উল্লেখযোগ্য যে, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে একটি পৈশাচিক ঘটনা ঘটে।

সালমা ইসলামকে মারধর করে এনসিপির এক জঙ্গী নেত্রী। মায়ের সমান বয়স্ক মহিলাকে কীভাবে পেটালেন তিনি?

ধানমন্ডি ৩২ এর পাশ দিয়ে হেঁটে আত্নীয়ার বাসায় যাচ্ছিলেন এদের মায়ের বয়সী এই নারী।

তাঁকে রাস্তায় আওয়ামী লীগ সমর্থক সন্দেহে পেটানো হয়। উনি যদি আওয়ামী লীগের কর্মী বা সমর্থক হয়েও থাকেন তবুও তাঁকে পেটানোর অধিকার কারো নাই। অথচ কারাগারে গেলেন সেই মহিলাই।

জুলাই আন্দোলন চলাকালে ইউরোপিয়ান ইউনিভার্সিটির বিবিএ তৃতীয় বর্ষের ছাত্র আবু সাইদ মু. সাইমকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

শুক্রবার মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার মিয়া সালমাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আসামিপক্ষে আইনজীবী আবুল হোসাইন পাটোয়ারী জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে সালমা ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান আইনজীবী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *