ঢাকা: আবু সাঈদ, মুগ্ধ, হাদি এরা তো এক পথের পথিক। এক একটা লাশ দরকার ছিলো উত্তেজনা তৈরির জন্য, লাশ করে দেয়া হয়েছে।
তা রাজধানীর শাহবাগে ইনকিলাব
মঞ্চের প্রতিবাদী অবস্থানের একেবারে কাছে, বিজয়নগর এলাকায় ব্যক্তিটি কি আরেকটা হাদি তৈরির জন্য গিয়েছিলেন?
সোমবার রাতে যুবককে পিস্তলসহ গ্রেফতার করেছে পুলিশ। তাঁর কাছে পিস্তল কেন? সেখানে কোন অসৎ উদ্দেশ্যে গিয়েছিলেন তিনি?
গ্রেফতার হওয়া যুবকের নাম রাকিব হোসেন (২৪), যিনি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বাসিন্দা। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, তিনি সেখানে ‘অশুভ উদ্দেশ্য’ নিয়ে এসেছিলেন।
ইউনূস, মিথ্যাবাদী স্বরাষ্ট্র উপদেষ্টা না বলেন দেশে কোনো জঙ্গী নেই? এগুলো কোথা থেকে বেরোচ্ছে?
এই ঘটনা মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
উল্লেখযোগ্য যে, শাহবাগ, যাকে এখন অনেকে ‘হাদী চত্বর’ বলে ডাকছেন, গত কয়েক সপ্তাহ ধরে ইনকিলাব মঞ্চের নেতৃত্বে শহীদ শরীফ ওসমান হাদীর হত্যার বিচার দাবিতে অবস্থান করছে।
আর এই ইনকিলাব মঞ্চ হচ্ছে জামাতের ভাই। জামায়াতের আরেক ব্যানার ইনকিলাবকে শান দেয়া হচ্ছে আচ্ছা মতো। আর এই ব্যানারে নির্বাচনের আগে দেশকে পুরো অকেজো করার দিকে নিয়ে যাওয়া হচ্ছে।
সেখানেই পিস্তলসহ রাকিব? শাহবাগ থানার ওসি মুনতাসিরুল ইসলাম জানিয়েছেন, “আমরা তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছি। জিজ্ঞাসাবাদে তিনি বলছেন যে তিনি কারও নির্দেশে আসেননি, কিন্তু আমরা পুরো বিষয়টি তদন্ত করছি।”
