ঢাকা: নির্বাচনের আগে শুরু হয়ে গেছে জঙ্গী হামলা।
ঢাকার মগবাজারে ফ্লাইওভারের ওপর থেকে দুর্বৃত্তদের ছোড়া বোমা বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন। তার মা বাবার আহাজারিতে ফেটে পড়ছে আকাশ বাতাস।
বুধবার সন্ধ্যায় মগবাজার মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ ও মুক্তিযোদ্ধা সংসদের সামনের এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহতের নাম সিয়াম (২৫)।
জানা যায়, সন্ধ্যার দিকে মগবাজার ফ্লাইওভারের ওপর থেকে হঠাৎ নিচে একটি শক্তিশালী বোমা (ককটেল) ছুড়ে মারে দুর্বৃত্তরা।
এতে মুক্তিযোদ্ধা সংসদের সামনে থাকা ওই যুবক গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বোমাটি ফ্লাইওভারের ওপর চলন্ত কোনো যান থেকে নিক্ষেপ করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
