ঢাকা: দেশ জাহান্নামে যাক, বিদেশ ভ্রমণ একদম ঠিকভাবে চলছে মুহাম্মদ ইউনূসের। কথায় আছে না, কারো পৌষমাস কারো সর্বনাশ? এই অবস্থা এখন।

গত ১০ মাসে ১১বার বিদেশ সফর করেছেন ইউনূস।এর মধ্যে একবার শুধু দ্বিপাক্ষিক সফর ছিল চীনে ।

দেশের লক্ষ লক্ষ টাকা ব্যয়ে দেশের কি লাভ হয়েছে তা তো দেখাই যাচ্ছে। বলা যায় সরকারের টাকায় উনি ব্যক্তিগত সফর করছেন।

দেশবাসিকে মুহাম্মদ ইউনূস ভীষণ বোকা ভেবেছেন, বারবার বিদেশে ভ্রমণ করে উনি দেখাচ্ছেন বিদেশে তাঁর কত কদর। অথচ সামান্য সৌজন্য টুকু তিনি জানেন না।

১০ মাসেই ইউনূস হতাশায় ডুবিয়েছে বাংলাদেশকে।

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সুষ্ঠু দেশকে একদম ধ্বংসের পথে নিয়ে গেছেন।

গত বছর হাসিনা সরকারের পতনের পর যখন দেশে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার তখন গোটা দেশের মানুষ দেশের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার আশায় বুক বেঁধেছিল।

কিন্তু এই সরকারের ১০ মাস কাটতে না কাটতেই সেই আশা নিরাশায় পরিণত হয়েছে। তিতিবিরক্ত দেশের বিভিন্ন স্তরের মানুষ অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে।

অন্তর্বর্তী সরকারের শাসনকালের এই দশ মাসে ওয়ার্ল্ড ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী ২১ লক্ষ মানুষ আরো দরিদ্রতার দিকে এগিয়ে গিয়েছে। যার মধ্যে ১৮ লক্ষ মহিলা।

আজ বাংলাদেশের অর্থনীতি একটি ভয়াবহ চক্রান্ত ও ষড়যন্ত্রের মুখোমুখিতে দাঁড়িয়ে।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের কলকারখানা একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে।

গার্মেন্টস সেক্টর, কৃষিভিত্তিক শিল্প, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা টিকে থাকার লড়াইয়ে হিমশিম খাচ্ছে। হাজার হাজার শ্রমিক ইতোমধ্যে কাজ হারিয়েছে, নতুন বিনিয়োগ নেই বললেই চলে।

আর এইদিকে আরামে আয়েশে বিদেশ সফর করেন ইউনূস।

আগে বেকারত্ব মোকাবিলায় শিল্পকারখানা চালু ছিল, আজ সেখানে তালা ঝুলছে।

দেশের জনগণের কাঁধে বিরাট বোঝা চাপিয়ে দিয়ে নিজের নামে যত মামলা ছিলো সব খালাস করে এখন ফূর্তিতে মগ্ন ইউনূস।

মৌলবাদী, জঙ্গিবাদী ও সাম্রাজ্যবাদীদের সহায়তায় দেশের মালিকানা কেড়ে নেওয়ার ষড়যন্ত্র স্পষ্ট হচ্ছে দিনদিন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *