ঢাকা: গত কয়েক মাসে রাজনৈতিক তাণ্ডব, গ্রাম-শহরে ছড়িয়ে পড়া মব-হিংসা, আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার এবং বিচারবহির্ভূত শাস্তির ঘটনাগুলো দেশের সামাজিক বন্ধনকে ছিন্নভিন্ন করে তুলছে।
এই অরাজকতা শুধু স্থানীয় গুজব নয়, স্বাধীন মানবাধিকার সংস্থা ও অনুসন্ধানী প্রতিবেদনে বারবার উঠে এসেছে বাস্তব নিরাপত্তা সূচক হিসেবে।
দীর্ঘ অর্থনৈতিক কষাঘাত, দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতার বোঝা বইতে বইতে মানুষ আজ ক্ষুব্ধ।
একের পর এক নেতা কর্মীদের গ্রেপ্তার করে আইন আদালতের ঠুনকো রূপ প্রকট করে তুলছেন ইউনূস।
ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার সাবেক মেয়রসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়েছে।
তালেবুর রহমান বলেছেন, গফরগাঁও পৌরসভার সাবেক মেয়রসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১২ নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ৷
অবৈধ ইউনূস সরকারের আদালত এখন প্রতিহিংসার কসাইখানা হয়ে গেছে। নেতাকর্মীসহ নিরপরাধ মানুষকেও টেনে হিঁচড়ে জেলে পাঠাচ্ছে!
আইনের নামে যেভাবে টার্গেট করে যেভাবে গ্রেফতার ও মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে, তাতে স্পষ্ট—এ সরকার আইনের শাসন মানে না, বরং আইনকেই অস্ত্র বানিয়ে দমননীতি চালাচ্ছে।