ঢাকা: দেশে পুলিশের ভূমিকা এখন শুধু সাইডলাইনে দাঁড়িয়ে দর্শকের মতো হাত গুটিয়ে রাখা।
গোটা দেশটাই পরিণত হয়েছে এক উন্মুক্ত কবরস্থান আর পৈশাচিক জায়গায়। রাস্তা, নদী, খাল, ডাস্টবিন, পার্ক, ফুটপাত – যেদিকেই তাকাবেন, সেদিকেই লাশ আর ফূর্তি।
রাষ্ট্রের চোখের সামনে সব অন্যায় হচ্ছে। আজকের বাংলাদেশে আইন-শৃঙ্খলা বাহিনীর কোনো ক্ষমতা নেই।
তারা কেবল মহাজন-ওয়াকার নামের দখলদার গোষ্ঠীর চাকর হয়ে দাঁড়িয়ে আছে।
একটা দেশের জন্য এর চেয়ে বড় লজ্জা আর কী হতে পারে?
এবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে উল্টো হামলায় ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।
রবিবার রাত ১২টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামে এই ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন বিজয়নগর থানার এসআই নাফিজুল ইসলাম।
তিনি বলেন, খাদুরাইল গ্রামের মিজানুর রহমানের (৪০) নামে দুটি গ্রেপ্তারি পরোয়ানা ও একটি নিয়মিত মামলা রয়েছে।
তাকে গ্রেপ্তারে অভিযান চালালে পুলিশ সদস্যদের উপর উল্টো হামলা চালায় আসামির পক্ষের লোকজন। তারা আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়।
এর আগেও আসামি ছিনিয়ে নিয়ে যাবার ঘটনা ঘটেছে। ১০/১২ জন পুলিশ একজন আসামিকে ম্যানেজ করতে পারে না।
ঘটনায় তিনজন এএসআই, একজন এসআই ও দুইজন কনস্টেবলসহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।
