চট্টগ্রাম: ‘দাবায়া রাখতে পারবা না ‘ এই কথার প্রতিফলন তখনো দেখা গিয়েছে এখনো।
গ্রেপ্তার করছে ইউনূসের অবৈধ পুলিশ, কিন্তু তারপরেও বুক চিতিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে নিষিদ্ধ আওয়ামী লীগ।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গ সংগঠনের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বন্দর থানার বড়পুল মোড়ের কানেক্টিং রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ঘটনায় বন্দর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।
তবে সন্ত্রাসী কাজকর্ম তাঁরা চালাচ্ছেন না।
গ্রেফতার সাতজন হলেন- মো. ইব্রাহীম খলিল তুষার (২৪), আসিফ মাহবুব (২৪), নয়ন শীল (২৩), মো. সাগর (২৫), জাহিদুল ইসলাম (২২), মাসুদ হাওলাদার (৩০) এবং মইন উদ্দিন (৩০)।
এত গ্রেপ্তারির মাঝেই দাউকান্দিতে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে ঢাকা – চট্টগ্রাম মহাসড়কে অবৈধ ইউনুস সরকারের বিরুদ্ধে নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল হয়।
সব জায়গায় মিছিল হচ্ছে অবৈধ সরকারের বিরুদ্ধে।