নেত্রকোনা: বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা ও আইন শৃঙ্খলার ভয়াবহ অবনতি ঘটেছে।

প্রায় প্রতিদিন ষড়যন্ত্রমূলকভাবে গ্রেপ্তার করা হচ্ছে আওয়ামী নেতা কর্মীদের।

এবার নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস ঝুমাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ বুধবার সকাল সাড়ে আটটায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ফেরদৌসকে গ্রেপ্তার করে।

তবে কী দোষে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।

ডিসি মুহাম্মদ তালেবুর বলেছেন, গ্রেপ্তার সাবেক উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস ঝুমাসহ সাতজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *