ঢাকা: বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি।

বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে রেখেছেন সারাজীবন । রাজবাড়ী জেলার সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে জায়গা করে নিয়েছেন সাধারণ মানুষের হৃদয়ে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভালোবেসে তাঁকে ‘মার্শাল জিল্লু’ বলে ডাকতেন। তিনি বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার একনিষ্ঠ সৈনিক, আওয়ামী লীগের একজন পরীক্ষিত নেতা।

তবে দুঃখজনক বাস্তবতা তথা ৫ আগস্টের পর দেশের যা পরিস্থিতি, তাতে আদর্শের কোনো দাম নেই।

যিনি এই দেশের স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, সেই তিনিই আজ ষড়যন্ত্রের শিকার।

অবৈধ অন্তর্বর্তী সরকার ক্ষমতা দখলের পর থেকেই বিএনপি-জামায়াত, সহযোগীরা তাঁকে এবং তাঁর পরিবারকে রাজনৈতিকভাবে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

এবার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের ভুয়া অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তদন্ত চলমান থাকায় সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের নামে থাকা উত্তরা মডেল টাউনের ৫ কাঠা জমির ওপর নির্মিত ছয়তলা বাড়ি, রাজবাড়ী জেলায় তিনতলা বাড়িসহ ৮০.৩৫ শতক জমি জব্দের আদেশ দিয়েছে আদালত।

বুধবার,৯ জুলাই দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *