কুষ্টিয়া: জামায়াতে ইসলামীর মতো জোচ্চোর আর আছে? মুক্তিযুদ্ধবিরোধীর দল এখন সাধু সাজার চেষ্টা করে।

আবার কিছু নবীন জামায়াত নেতা অতি চালাকি করে বলে যে, আমাদের জন্মই ৭১-এ হয়নি। অতএব আমরা কেমন করে মুক্তিযুদ্ধবিরোধী রাজাকার হলাম?

আহা, এরা যেন অবুঝ খোকা। বাছা, তোমার জন্ম আরও ৫০ বছর পরে হলেও ১৯৭১ সালের ২৬ মার্চের পর ইয়াহিয়া খান এ দেশের প্রেসিডেন্ট ছিলেন বলার জন্য তোমাকে মুক্তিযুদ্ধবিরোধী রাজাকার বলা হবে। তুমি কোনোদিন দেশপ্রেমিক হতে পারবে না।

রাজাকারের সমর্থকরাও রাজাকার, তা বয়স যাই হোক। আর এত অবুঝ খোকামণিদের জনপ্রতিনিধি হবার জন্য ভোট প্রার্থী না হওয়াই ভাল।

আমির হামজার কথাবার্তা শুনলে প্রশ্ন জাগে, তিনি জেগে কথা বলছেন তো? নাকি স্বপ্নে কথা বলেন এঁরা?

জামায়াতে ইসলামী মনোনীত কুষ্টিয়া-৩ (সদর) আসনের প্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, মুক্তিযুদ্ধ নিয়ে রচিত কাহিনীর ১০০ ভাগের মধ্যে ৯০ ভাগই মিথ্যা।

তিনি দাবি করেন, ১৯৭১ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে মিথ্যা প্রচার চালানো হয়েছে। বদরুদ্দীন উমরের লেখা ইতিহাসগ্রন্থে এসব বিষয় উল্লেখ রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

আমির হামজা বলেন, জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না, বরং ভারতের আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। তবে এতদিন জনগণকে সেই সত্য জানতে দেওয়া হয়নি।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে কুষ্টিয়া শহর জামায়াতে ইসলামী আয়োজিত বিজয় র‌্যালিতে এসব আজগুবি কথা বলেন আমির হামজা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *