ঢাকা: “Moment of Pride — 25 September 1974” The father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, addresses The United Nations General Assembly in BANGLA
“কোথায় বঙ্গবন্ধু আর কোথায় বঙ্গশত্রু”!!!
লিখেছেন স্বাধীন খসরু।
অর্থাৎ একদম সরাসরি তীর মেরেছেন ইউনূসকে। তাঁকে বঙ্গশত্রু আখ্যা দিলেন।
নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে ‘বঙ্গশত্রু’ হিসেবে আখ্যায়িত করেছেন প্রবাসী অভিনেতা ও রাজনৈতিক বিশ্লেষক স্বাধীন খসরু।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতিসংঘে বাংলায় ভাষণের ঐতিহাসিক দিন ২৫শে সেপ্টেম্বর।
এবং কথাটা যে কোনো অংশে মিথ্যা নয়, আসলেই যে মহাজন বঙ্গশত্রু তার প্রমাণ পাচ্ছে আজকের বাংলাদেশ।
শত্রু যেমন কেঁচো হয়ে ঢুকে সাপ হয়ে বেরোয়, ঠিক সেরকম করছেন মহাজন। দেশটাকে মনে করেছেন গ্রামীণ ব্যাংক। দশদিকে ধ্বংস করে বসে আছেন দেশটাকে ইউনূস।
স্বাধীন খসরুর শেয়ার করা ওই পোস্টে দুটি ছবির কোলাজ দেখা যায়। উপরের অংশে ১৯৭৪ সালে জাতিসংঘে ভাষণরত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং নিচের অংশে সম্প্রতি জাতিসংঘে বক্তব্য রাখা ড. মুহাম্মদ ইউনূসের ছবি যুক্ত করা হয়েছে।
পোস্টের ক্যাপশনেই তিনি সরাসরি লিখেছেন, “কোথায় বঙ্গবন্ধু আর কোথায় বঙ্গশত্রু!!!”
বাংলাদেশ নামটা শুধু একটা ভূখণ্ড নয় এটা মুক্তিযুদ্ধের রক্তে, ত্যাগে ও স্বপ্নে গড়া এক জাতি। সেই জাতিকে আজ এই সরকার দিনের আলোয় লুটছে, গুম করছে।
সাংবাদিকরা, বিরোধী নেতা, মানবাধিকার কর্মীরা হয়রানির শিকার হচ্ছেন। অর্থনীতি লুটে নেওয়া হয়েছে; দেশের সম্পদ পাচার করে বিদেশে পাঠানো হচ্ছে; সার্বভৌমত্ব বিক্রির পাঁয়তারা চলছে।
অথচ যখন জনগণের প্রতীকী ক্ষোভ একটা ডিম, একটা প্রতিবাদ প্রকাশ পায়, তখনই শুরু হয় ‘শিষ্টাচারের’ কান্না।
ইউনূসের কার্যকলাপে মানুষ ক্লান্ত।