ঢাকা: সেই আবার নৌকা! ইচ্ছা নাই তবুও পরিস্থিতির শিকার। নৌকা ছাড়লেও যে নৌকা ছাড়ছে না।
নির্বাচনের আগে নিষিদ্ধ নৌকা। তবে এখন হ্যাশট্যাগ চলছে- No Boat No Vote।
জ্বালানি উপদেষ্টাকে নৌকা উপহার দিলেন আলজেরিয়ার রাষ্ট্রদূত!
জনগণ তো টিপ্পনি কাটা শুরু করেছে। নৌকা উপহার পেয়ে উপদেষ্টার অবস্থা কেমন হয়েছে মনে মনে সেটাই এখন আলোচনার বিষয়।
রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে আলজেরিয়া বিপ্লবের ৭১তম বার্ষিকী উদযাপন করেছে ঢাকায় অবস্থিত আলজেরিয়া দূতাবাস।
গতকাল, শনিবার, ১ নভেম্বর আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সালদানি উপদেষ্টা ফাওজুল কবির খানকে সৌহার্দ্য ও কূটনৈতিক সম্পর্কের প্রতীক হিসেবে উপহার দেন একটি নৌকা।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
উল্লেখযোগ্য যে, ১৯৫৪ সালের ১ নভেম্বর আলজেরিয়ার মুক্তিযুদ্ধ শুরু হয়, যা ১৯৬২ সালে স্বাধীনতা এনে দেয়।
প্রত্যেক বছর দিনটি ‘আলজেরিয়া বিপ্লব দিবস’ হিসেবে উদযাপিত হয়।
