ঢাকা: ভিপি – শিবির
জিএস – ছাত্রদল
এজিএস – এনসিপি, ভাগাভাগি করা শেষ। নির্বাচনের একটা নাটক মঞ্চায়ন করা বাকি, সেটিই হচ্ছে আজ মঙ্গলবার ।
দেখা গেলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট দিতে কেন্দ্রে ভোটার শিক্ষার্থীদের দীর্ঘ লাইন পড়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে কার্জন হল কেন্দ্র, ভূতত্ত্ব বিভাগ কেন্দ্র ও শারীরিক শিক্ষাকেন্দ্রে দেখা গেলো এই চিত্র ।
সকাল ৮টা থেকে ভোট শুরু হয়ে ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।
জানা গিয়েছে, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল ও ফজলুল হক মুসলিম হলের ভোটাররা কার্জন হলকেন্দ্রে ভোট দেবেন। এখানে কেন্দ্রে মোট ভোটার হচ্ছে ৫ হাজার ৭৭।
আর জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, সলিমুল্লাহ মুসলিম হলের ভোটার শারীরিক শিক্ষাকেন্দ্রে ভোট দেবেন । এই কেন্দ্রে মোট ভোটার হলো ৪ হাজার ৮৫৩।
