ঢাকা: এখন তো সব পথ বন্ধ মুহাম্মদ ইউনূসের সামনে। তাই শেষমেশ ছুটে গিয়েছেন শরিক তারেক রহমানের কাছে।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বৈঠকে বসেছেন।
পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে এই বৈঠক শুরু হয়েছে। ২ ঘণ্টাব্যাপী এ বৈঠকটি হবে।
তারেক রহমান একজন দণ্ডপ্রাপ্ত আসামি, যিনি দীর্ঘদিন ধরে পলাতক অবস্থায় বিদেশে রয়েছেন।
এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তারেক রহমানের সাথে লন্ডনে ওয়ান-টু-ওয়ান বৈঠক করছেন।
মূলত এটি গোপন রাজনৈতিক ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়।
এদিকে, ইউনূসকে কটাক্ষ করেছেন খালেদা জিয়ার দলের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান।
তাঁর কথায়, ‘‘ইউনুস সাহেব যখন বাংলাদেশের সমস্ত পথ হারাইয়া ফেলছেন। উনি পথ পাওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেবের কাছে যাচ্ছেন।
টানা ১২ ঘণ্টা প্লেন চালাইয়া লন্ডন পর্যন্ত গেলেন! বলছেন, আমাকে একটু কথা বলার সুযোগ দিন।”
বৃহস্পতিবার কিশোরগঞ্জের ইটনা উপজেলার বড়িবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠের একটি অনুষ্ঠানে ফজলুর রহমান কথাগুলো বলেন।
আরো বলেন, ‘‘আমাদের নেতা তারেক রহমানের দেশ চালানোর ব্যাপারে সমস্ত ক্ষমতা আছে। আমি ওই দিন বলেছিলাম, বাপ ইলেকশন দেওন লাগবো।
আমার বক্তব্যটা শোনেন নাই আপনারা? আমি বলেছিলাম, সাপ গর্তে যাওয়ার সময় সোজা হইয়া যায়।
১৫ দিন আগেও যে ইউনুস সাহেব ছ’দিন পর্যন্ত বিএনপি সময় চাওয়ার পরেও একঘণ্টা সময় দিতে চাননি, এখন ১২ ঘণ্টা ফ্লাইট চালাইয়া গেছেন আমাদের নেতার সঙ্গে কথা বলার জন্য।’’