বগুড়া: এবার অদ্ভুত মামলা শেখ হাসিনার বিরুদ্ধে। বগুড়ায় শেখ হাসিনা,ওবায়দুল কাদেরসহ ১৫৫ জনের নামে হত্যাচেষ্টা এবং বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে।
এই মামলায় জেলা বিএনপির বহিষ্কৃত মহিলা দলের নেত্রী বিউটি বেগমকেও আসামি করা হয়েছে।
এই মামলাটি করেন গত সোমবার রাতে নয়ন মিয়া নামে এক যুবক। মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু,সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, যুগ্ম সাধারণ সম্পাদক মুনজুরুল আলম মোহন, আসাদুর রহমান দুলু, পৌর আওয়ামী লীগ সভাপতি রফি নেওয়াজ খান রবিন,জেলা যুবলীগ সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন,সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক,সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রাজ, জেলা জাতীয় পার্টির সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহ ও তার ছেলে জেলা যুব সংহতির সভাপতি হোসাইন শরিফ সঞ্চয়, জেলা বিএনপির বহিষ্কৃত মহিলা দলের নেত্রী বিউটি বেগম, শিবগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু।
মিথ্যা মামলা, ষড়যন্ত্র, গ্রেপ্তার এগুলো বাংলাদেশে এখন জলভাত!
গণতন্ত্র পুনরুদ্ধারের আপোষহীন সংগ্রামে মিথ্যা মামলায় স্যার আশুতোষ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুল হাসানকেও অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে।
সারাদেশে এভাবেই চলছে ছাত্রলীগের নেতাকর্মীদের উপর নির্বিচার গণগ্রেফতার। এই অপশাসনের শেষ কোথায়?
রাষ্ট্র এখন ৭১ কে ভয় পায়, রাষ্ট্র এখন মুক্তিযোদ্ধাকে ভয় পায়, রাষ্ট্র এখন ন্যায়কে ভয় পায়। এই ভয় ইতিহাসের ভয়।