সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলা কারাগারে থাকা আওয়ামী লীগ নেতা আহমদ মোস্তফা খান বাচ্চু (৮৬) মারা গিয়েছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টা নাগাদ তিনি মারা যান।
আহমদ মোস্তফা খান বাচ্চু জেলার এনায়েতপুর থানার এনায়েতপুর গ্রামের বাসিন্দা। তিনি এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
মোস্তফা খান বাচ্চু জেলা কারাগারে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে তাঁকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তবে এই মৃত্যু স্বাভাবিক নয় বলেই দাবি পরিবারের। আত্মীয় পরিজনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বাচ্চুকে চিকিৎসার সুযোগ না দিয়ে ‘অবৈধ ইউনুস সরকার’ পরিকল্পিতভাবে হত্যা করেছে।
তিনি গত ২৪ এপ্রিল থেকে সিরাজগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন।
সিরাজগঞ্জ কারাগারের সুপার এস এম কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহমদ মোস্তফা খান বাচ্চু আজ সকাল ৯টা ৫০ মিনিটের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
অতি দ্রুত তাঁকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাঁর বিরুদ্ধে এনায়েতপুর থানার পুলিশ হত্যাসহ চারটি মামলা রয়েছে।
জানা গিয়েছে, আহমদ মোস্তফা খান বাচ্চুর বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় এনায়েতপুর থানায় হামলা ও ১৫ পুলিশ হত্যা মামলাসহ মোট চারটি হত্যা মামলা ছিল।
