ঢাকা: দেশে ইউনূস বিরোধী, অন্তর্বর্তী সরকার বিরোধী প্রতিবাদ আরো তীব্র হচ্ছে। শুধু আওয়ামী লীগ নয়, দেশের জনগণের ক্ষোভও চড়াও হচ্ছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তথা ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর সারা দেশে প্রতিবাদ আরও জোরালো করছে আওয়ামী লীগ।
এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মহম্মদ ইউনূসের পদত্যাগের দাবি করছে।
৩০ নভেম্বর পর্যন্ত দেশের সমস্ত জেলা ও উপজেলায় বিক্ষোভ, সমাবেশ, প্রতিরোধ মিছিল হবে, জানিয়ে দিয়েছে বলে তারা। জোরালো প্রতিরোধ হবে বলে জানিয়েছে।
আওয়ামী লীগের তরফ থেকে বলা হয়,
“অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূস গং বাংলাদেশ আওয়ামী লীগ ও জননেত্রী শেখ হাসিনাকে নির্বাচনের বাইরে রাখার জন্য ষড়যন্ত্র করছে।
সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা নিজেদের পাতানো আদালতে প্রহসনের বিচার মঞ্চস্থ করেছে।
শুধু অবৈধ আইসিটির অবৈধ রায় প্রত্যাখ্যান নয়, এই দখলদার বাহিনীর ষড়যন্ত্রের জাল ছিন্ন করে ফেলতে বাংলাদেশ আওয়ামী লীগ নিজেদের মধ্যে তৃণমূল পর্যন্ত, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ম অংশীজন সর্বোপরি সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় চালিয়ে যাচ্ছে।
তাদের কাছে আজ এই অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূস গংদের দেশবিরোধী ষড়যন্ত্র পরিষ্কার”।
