মাগুরা: মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বিনোদপুর বাজারের ঔষধ ব্যবসায়ী মৃদুল কুমার সাহা পিন্টু(৪৫ )বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন।
মৃদুল কুমার সাহা পিন্টু(৪৫) বিনোদপুর সাহাপাড়া এলাকার মৃত সজল সাহার ছোট ছেলে।
মাগুরায় সংখ্যালঘু ব্যবসায়ীর ওপর এইভাবেই বর্বরোচিত হামলা হয়েছে।অবৈধ ইউনুস সরকারের ছত্রছায়ায় উগ্রবাদী সন্ত্রাসের রাজত্ব চলছে!
মাগুরার মহম্মদপুরে সংখ্যালঘু ঔষধ ব্যবসায়ী মৃদুল কুমার সাহার ওপর সন্ত্রাসী হামলা অবৈধ ইউনুস সরকারের হিন্দু নির্যাতন নীতির নগ্ন প্রমাণ ফের।
কখনো দেখা যাচ্ছে ঘর থেকে বেরিয়ে লোকজন আর বাড়ি ফিরছে না, হয়তো পরদিন তার লাশ উদ্ধার হচ্ছে। এইভাবে হিন্দু হত্যা চলছেই বাংলাদেশে।
রাতের আঁধারে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলা হয়েছে একজন নিরীহ ব্যবসায়ীকে—কারণ তিনি সংখ্যালঘু, তাই সহজ টার্গেট! আর হিন্দু মরলে কার কি আসে যায়!
অবৈধ সরকারের ছত্রছায়ায় আজ উগ্রবাদীরা বেপরোয়া হয়ে উঠেছে। সংখ্যালঘুরা প্রতিদিন ভয়ে-আতঙ্কে দিন কাটাচ্ছে, আর ইউনুস সরকার নীরব দর্শক হয়ে আছে।
নীরব দর্শক হয়ে হিন্দুদের উপর আক্রমণকে সহজ করে দিচ্ছে এইভাবে।
বাংলাদেশকে পাকিস্তানি ধাঁচে উগ্রবাদী রাষ্ট্র বানানোর নীলনকশা এগিয়ে চলছে।
ঐ ব্যক্তির শরীরে সর্বমোট ১৬ থেকে ১৭ টি সেলাই দেয়া হয়েছে। এ ঘটনার পর এলাকার ব্যবসায়ীদের মধ্যে এবং সংখ্যালঘু পরিবারদের মধ্যে ভীতি বিরাজ করছে।
কোনো হামলাকারীকে শনাক্ত করা হয়নি এখন পর্যন্ত!
