ঢাকা: বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টিসহ সব রাজনৈতিক দল একাট্টা হয়ে পাথর লুটের সর্বদলীয় ঐক্য গড়ে তোলে ।
তবে সবাই সবার সেইফ সাইড খোঁজে। ইসলামী আন্দোলনও খুঁজছে।
বিএনপি চাঁদাবাজ, ধর্ষক ও খুনির দল বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই)।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে নেত্রকোণা মোক্তারপাড়া মাঠে দলটির জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি।
সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ‘বিএনপি চাঁদাবাজের দল। চাঁদার জন্যে খুন করছে। চাঁদা না দেওয়ায় ওরা স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করছে। তাদের কথা না শুনলে পুলিশকে হুমকি দেয়।
ক্ষমতায় যাওয়ার আগেই বিএনপির যদি এই অবস্থা হয়, ক্ষমতায় গেলে কি হবে?’
বিএনপির তীব্র সমালোচনা করে আগামী নির্বাচনে দলটিকে বাদ দিয়ে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনায় ইসলামী আন্দোলনের হাতপাখায় ভোট দেওয়ার আহ্বান জানান মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।