ঢাকা: ফ্যাসিবাদ মাথা চাড়া দিচ্ছে! তা ফ্যাসিবাদ কে? তাদের সাথেই যে হাত ধরে পাথর চুরি করছে বিএনপি, সেটা খবর আছে?
চুরি বাটপারির সময় কোনো অমিল নেই, অমিল এসে যায় ক্ষমতা দখলের প্রসঙ্গে।
এর আগে বিএনপি নেতা দুদু বলেছিলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, সরকার না করলে আমরাই নির্বাচনের তারিখ ঘোষণা করে দিবো।
ডিসেম্বর চলে এলো। নির্বাচন হবে না। নির্বাচন না হবার পরিবেশ তৈরি করা হচ্ছে।
এবার বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। যারা নির্বাচন নিয়ে টালবাহানা শুরু করেছে তারা স্বৈরতন্ত্র ফিরিয়ে আনতে চায়।
নির্বাচন নিয়ে তাল বাহানা করছে জামাত, ইউনূস গং, এনসিপি, ইসলামী আন্দোলন এরা।
এবং আরো হাজারটা অন্যায় করে বেড়াচ্ছে, থানার ওসিকে উলঙ্গ করে দেয়ার হুমকি দিচ্ছে বিএনপি। এইসব করে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ একদম পচিয়ে ফেলেছে এরা!
বৃহস্পতিবার (১৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে ‘অপরাজেয় বাংলাদেশ’-এর উদ্যোগে জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত প্রতীকী যুব সমাবেশে কথাগুলো বলেন বিএনপি নেতা দুদু।
শামসুজ্জামান দুদু বলেন, ‘ফ্যাসিবাদ নতুন করে মাথা তোলার চেষ্টা করছে। কোনভাবেই দেশে তাদের ফিরে আসতে দেওয়া যাবে না। ঘোষিত সময়েই নির্বাচন হতে হবে। নির্বাচনকে যারা আবার পিছিয়ে দিতে চায়, তারাই দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়।’